সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা: প্রধান আসামি সাকিন আটক
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর র্যাব-১২ এর একটি দল ঢাকা জেলার সাভার থেকে তাকে গ্রেফতার করে।র্যাব-১২ থেকে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিরাজগঞ্জ সদর থানাধীন চৌরাস্তায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে ভিকটিম আব্দুর রহমান রিয়াদ (১৭) তার বন্ধুদের সাথে সিএনজিতে বসেছিলেন। বিকাল আনুমানিক ৪:৪০ ঘটিকার সময় প্রধান আসামি মোঃ সাকিনসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রিয়াদকে ঘিরে ধরে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের পিতা মোঃ রেজাউল করিম সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪০, তারিখ-২৯/১২/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)। মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব-১২ আসামিদের গ্রেফতারে তৎপর ছিল।এরই ধারাবাহিকতায়, গত ০৭ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, দুপুর ১২:৪০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থেকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাকিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে








