সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে প্রকাশ করেন; শামছুর রহমান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি;
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মঙ্গলবার ভোরে ৬টা সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দেশের রাজনীতির প্রধান অভিভাবক, জাতীয় ও আপোষহীন দেশনেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন।
দেশের রাজনৈতিক প্রধান অভিভাবক, আপোষহীন দেশনেত্রীর খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং শোকেআব্রত হোন নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান।
তিনি আরো জানান; দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ বাংলাদেশ অনেক অবদান রয়েছে।তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুয়ের মাগফেরাত কামনা করেন এবং ইউনিয়নবাসীর কাছে ও সারাদেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউস দান করেন।সেই সাথে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমান বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী খ্যাত ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার বিদায়ের গভীর শোক প্রকাশ করেন।








