সলঙ্গার রামকৃষ্ণপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
মোঃ আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিনের উদ্যোগে অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য বছির উদ্দিন প্রামানিক,৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার,মুনজিল হক, রঞ্জু মন্ডল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আয়োজক আফছার উদ্দিন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাও ওবায়দুল্লাহ সাহেব।








