সিংড়ায় ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আমিনুল হক, সিংড়া (নাটোর প্রতিনিধি):
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে প্রেস ক্লাবের অফিস কক্ষে স্থানীয় পর্যায়ে অসহায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য রাজিকুল ইসলামসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উপজেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাব পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।








