এস এম শুভ সরকার কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
সোমবার তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় ১২ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে মাওলানা শাহিনুর আলম গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ করেছেন। এ আসনে ইতোমধ্যে বিএনপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় ধীরে ধীরে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।