নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
সাপ্তাহিক গণরায় পত্রিকার পক্ষ থেকে সংবাদদাতা শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান।সাপ্তাহিক গণরায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেকেন্দার আলী মুন্সি উপহার দেন। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমানকে উপহার তুলে দেন সাপ্তাহিক গণরায় পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত হোসেন।
৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান বলেন; সাপ্তাহিক গণরায় পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন।সব সময় সততার সাথে সত্যের পথে সাপ্তাহিক গনরায় পত্রিকা এগিয়ে যাচ্ছেন।সাপ্তাহিক গণরায় পত্রিকা সাধারণ জনতার কথা বলেন।সাপ্তাহিক গনরায় পত্রিকা সব সময় মানুষের সেবা করে যাচ্ছেন এবং সত্য প্রকাশ করেন।৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান সাপ্তাহিক গণরায় পত্রিকা কে এবং সম্পাদক ও প্রকাশক সেকেন্দার আলী মুন্সি এবং পত্রিকার সকল স্টাফ সংবাদদাতা বিজ্ঞাপন দাতা সকলকে ধন্যবাদ জানিয়েছেন।