নিজস্ব প্রতিবেদকঃ
শীতের শুরুতেই হাজারো পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে দেশের বৃহত্তম জলাভূমি চলনবিল। সুদূর সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি ভিড় জমাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ও জলাশয়ে। তবে প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য এখন হুমকির মুখে। এক শ্রেণির অসাধু শিকারির লোলুপ দৃষ্টিতে চলনবিল এখন পাখিদের মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তাড়াশ ও এর আশেপাশের এলাকায় অনেকটা প্রকাশ্যেই চলছে পাখি শিকারের মহোৎসব।
সহ সর্বস্তরের সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এভাবে পাখি শিকার করলে জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়বে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতি সাধন হবে। আসুন আমরা সবাই মিলে পাখি শিকারীদের সামাজিকভাবে বয়কট করি।
গত দুদিন আগে খালখুলা, তাড়াশ, সিরাজগঞ্জ থেকে ৬ টি দেশীয় ঘুঘু পাখি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে আজ তাড়াশ উপজেলার প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল চত্ত্বরে ছয়টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডাক্তার মোহাম্মদ বাদল মিয়া ভেটেনারি সার্জন প্রাণিসম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল তাড়াশ। ভেটেনারি ঔষধ ব্যবসায়ী জনাব মোঃ হীরা সরকার, ইউনুস মেম্বার,ভিলেজে ভিশনের পরিচালক শরীফ খন্দকার ভিলেজ ভিশনের প্রতিনিধি বিলকিস ,জামিলা খাতুন,তামিম প্রমুখ।