নিজস্ব প্রতিবেদকঃ মজিবর রহমান
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা সনাতন সংস্থা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পৌর পুজা উদযাপন পরিষদের উদ্যোগে কিংবদন্তি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঐতিহাসিক তাড়াশ রাধা গোবিন্দ মন্দিরে মরহুমা বেগম জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, সনাতন সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল সরকার পলু, সহ সভাপতি সনাতন দাস, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর প্রমূখ।
এ সময় তপন গোস্বামী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বেগম জিয়ার স্বপ্নের সোনার বাংলা দেখতে চাই।
বক্তব্য শেষে এক মিনিট নিরবতা পালন এবং হরিনাম সং কীত্তন গাওয়া হয়।